ট্রাম্পের ধ্যান মগ্ন মূর্তি বানিয়েছে চীনারা, বিক্রি হচ্ছে ওয়েবসাইটে

ট্রাম্পের ধ্যান মগ্ন মূর্তি বানিয়েছে চীনারা, বিক্রি হচ্ছে ওয়েবসাইটে

বিতর্কিত কর্মকাণ্ড দিয়ে সব সময় খবরের শিরোনামে থাকা ডোনাল্ড ট্রাম্প আবারও খবরের শিরোনামে উঠে এসেছেন। এবার ট্রাম্পের মূর্তি তৈরি করেছেন চীনারা। সাদা রঙের এসব মূর্তিতে ডোনাল্ড ট্রাম্প গৌতম বুদ্ধের মতো বসে আছেন। যা বিক্রিও হচ্ছে চীনের ওয়েবসাইটে।

ধ্যানে মগ্ন সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের এমনই একটি মূর্তির ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। শুধু ছবি ভাইরাল নয়, চীনের একটি ই-কমার্স সাইটে বেশ ভালো পরিমাণে বিক্রি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই মূর্তিটি। দাম ৩ হাজার ৯৯৯ ইয়ান অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৫৪ হাজার টাকা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, টাওবাও নামে চীনা একটি ই-কমার্স সাইটে বিক্রি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই মূর্তি। মোট দু’ধরনের মূর্তি পাওয়া যাচ্ছে চীনা ওই ই-কমার্স সাইটটিতে। ৪ দশমিক ৬ মিটারের মূর্তিটির দাম ৫৪ হাজার টাকার কিছু বেশি। অন্যদিকে, ১ দশমিক ৬ মিটারের মূর্তিটির দাম রাখা হয়েছে ৯৯৯ ইয়ান অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার ৫০০ টাকা। তবে দুটি মূর্তিই দেখতে একরকম। তাতে দেখা যাচ্ছে, গৌতম বুদ্ধের মতোই ধ্যানমগ্ন হয়ে রয়েছেন ট্রাম্প।

আপনি আরও পড়তে পারেন