হৃদয় গ্রুপের আরও দুই নারী পাচারকারী গ্রেপ্তার

হৃদয় গ্রুপের আরও দুই নারী পাচারকারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চাঞ্চল্যকর আন্তর্জাতিক নারী পাচারকারী রিফাদুল ইসলাম হৃদয় গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
শনিবার (৫ জুন) র‍্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ৪ জুন গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা অভিযান চালিয়ে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের ওই দুই সদস্যকে আটক করা হয়। আটক দুজন হলেন- রুবেল সরকার ওরফে রাহুল (৩২) ও তার স্ত্রী সোনিয়া (২৫)। এরা সংঘবদ্ধ আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা ১৫ থেকে ২৫ বছর বয়সী সুন্দরী তরুণীদের বিদেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে অসামাজিক কার্যকলাপের উদ্দেশ্যে পাচার করেন। এ চক্রের সদস্যরা পাচারকৃত নারীদের হোটেলে নিয়ে গৃহবন্দি করে রাখতেন। বিদেশে অবস্থানকালীন এসব তরুণীদের কোনো অবস্থাতেই নিজের ইচ্ছায় হোটেলের বাইরে যেতে দেওয়া হতো না। প্রাথমিক অবস্থায় এসব তরুণীরা আসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হতে রাজি না হলে তাদের বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য জোরপূর্বক প্রয়োগ করা হতো।

এতে র‌্যাব আরো জানায়, আটকদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটক রাহুল ও তার স্ত্রী সোনিয়ার সঙ্গে রিফাদুল ইসলাম হৃদয়ের সরাসরি যোগাযোগ রয়েছে। এ মানবপাচারকারী চক্রের ওপর দীর্ঘদিন ধরে র‌্যাব বিশেষ গোয়েন্দা নজরদারি চালিয়ে তাদের আটক করে।

আটক দুজন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঢাকা জেলার হাতিরঝিল থানার মানবপাচার মামলায় এজাহারভুক্ত আসামি। এসব মানবপাচারকারী চক্রের মূলোৎপাটন করার লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপনি আরও পড়তে পারেন