ঠাকুরগাঁওয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ

ঠাকুরগাঁওয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ
 মাহমুদ আহসান হাবিব ঠাকুরগাঁও  ॥
রাস্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায়,শুদ্ধাচার চর্চার বিকল্প নেই এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে শহরের গোবিন্দনগরস্থ ইএসডিও’র চেতনা বিকাশ কেন্দ্রে সুশাসনের জন্য নাগরিক-সুজন ঠাকুরগাঁও জেলা কমিটি আয়োজিত নাগরিক সংলাপে প্রধান অতিথি ছিলেন-সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা।
সুজন জেলা কমিটির সভাপতি প্রফেসর মনতোষ কুমার দে’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন-ইএসডিও’র নির্বাহী পরিচালক ড.মুহম্মদ শহীদ উজ জামান, পৌর আ’লীগের সভাপতি ইকরামুল হক, জেলা উদীচীর সভাপতি সেতারা বেগম, জেলা শিক্ষা অফিসার আল উদ্দীন আল আজাদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সরকার ২০১২ সালে জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র প্রনায়ন করে যা বাস্তবায়ন হলে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাস্ট্রের সকল প্রকার দুর্নীতি প্রতিরোধ রোধের পাশাপাশি পেশাগত জ্ঞান ও দক্ষতা বাড়বে। প্রতিষ্ঠানে শৃংখলা থাকবে এবং সাধারণ মানুষ মানসম্মত সেবা পাবে।
নাগরিক সংলাপে শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন