সাভারে আলোচিত হত্যা মামলার আসামী মাজেদ তিন বছর পরে গ্রেফতার

সাভারে আলোচিত হত্যা মামলার আসামী মাজেদ তিন বছর পরে গ্রেফতার
উজ্জ্বল হোসাইনঃ নিজস্ব প্রতিবেদক
সাভারে শফিকুল বারী চৌধুরী (৫২) নামে এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে পুর্ব পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মূল হোতা পলাতক আসামী এম এ মাজেদকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২২ মার্চ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত এম এ মাজেদ সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার মৃত খোরশেদ আলমের ছেলে। সে নিহত শফিকুল বারী চৌধুরীর ব্যবাসয়ীক পার্টনার ছিলো বলে জানিয়েছে পুলিশ।
সিআইডি পুলিশ সুত্রে জানা গেছে, নিহত শফিকুল বারী চৌধুরী ও গ্রেপ্তারকৃত এম এ মাজেদ একসাথে ঠিকাদারী ব্যবসা করতেন। এরই প্রেক্ষিকে শফিকুল বারী চৌধুরী মাজেদের কাছে ব্যবসায়ের লভ্যাংশ বাবদ ৮ লক্ষ টাকা পাওনা হয়। সেই টাকা চাওয়াতে ২০১৯ সালের ২১ মার্চ সন্ধ্যায পুর্ব পরিকল্পিতভাবে মাজেদ তার অংশীদার শফিকুল বারী চৌধুরীকে তার বাসায় ডেকে নিয়ে যায়। একপর্যায়ে মাসুম নামে একজন ভাড়াটে খুনি দিয়ে তাকে এলোপাথারীভাবে কুপিয়ে হত্যা করায়। এঘটনায় নিহতের মেয়ে এ্যাডভোকেট শাকিলা আফরোজ সীমা বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা হত্যাকারীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষনিকভাবে মাসুমের মা মোর্শেদাকে গ্রেপ্তার করেন। এছাড়া হত্যাকান্ডের পর থেকেই রহস্যজনক কারনে এম এম মাজেদও গাঁ ঢাকা দেয়। অন্যদিকে হত্যাকারী মাসুম দির্ঘদিন পলাতক থাকার পর পুলিশের হাতে গ্রেপ্তার হয়। পরে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দীতে মাসুম জানায় সে এম এ মাজেদের কথামতো ব্যবসায়ী শফিকুল বারী চৌধুরীকে কুপিয়ে হত্যা করেছে। পরবর্তীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ মামলাটির দায়িত্বভার গ্রহন করে এবং দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা হত্যাকান্ডের মূল হোতা এম এ মাজেদকে মঙ্গলবার সাভার থেকেই গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ইন্সপেক্টর মোঃ সালাউদ্দিন বলেন, হত্যাকান্ডের ঘটনায় দায়ের করার মামলায় মূল হত্যাকরী মাসুমকে গ্রেপ্তারের পর সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে। সেখানে জানানো হয় গ্রেপ্তারকৃত এম এ মাজেদের নির্দেশেই ঠিকাদার শফিকুল বারী চৌধুরীকে কুপিয়ে হত্যা করে মাসুম।
পরে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের ব্যাংক কলোনী মহল্লার নিজ বাড়িতে অভিযান চালিয়ে হত্যাকান্ডের পরিকল্পনাকারী মূলহোতা এম এ মাজেদকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন