সুনামগঞ্জে মেয়েকে গলা কেটে হত্যা, আটক মা

সুনামগঞ্জে মেয়েকে গলা কেটে হত্যা, আটক মা
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)+ স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জে প্রতিবন্ধী মেয়ে রুশনারা (২২) কে গলা কেটে হত্যা করেছে মা। এ ঘটনায় ঘাতক মা’কে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জ পৌর শহরের হাজীপাড়া আবাসিক এলাকা একটি বাড়ীতে বিধবা আছিয়া বেগম (৫৫) প্রতিবন্ধী মেয়ে রুশনারা (২২) কে নিয়ে বসবাস করে আসছিলেন। আজ ১৮ ই জানুয়ারী সকাল সাড়ে সাত ঘটিকার সময়  মা আছিয়া বেগম (৫৫) প্রতিবন্ধী  মেয়ে রুশনারা (২২)কে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেছেন। খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করার পাশা-পাশি ঘাতক মা’কে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে পুলিশ এর ধারণা,  প্রতিবন্ধী মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে কষ্ট করে দিনাতিপাত করছিলেন মা আছিয়া বেগম। অনাহারে অর্ধাহারে থাকায় হয়তো মা এমনটি ঘটাতে পারেন।
আটককৃত মা’কে জিজ্ঞাসাবাদ করা হলে বিস্তারিত জানাযাবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

আপনি আরও পড়তে পারেন