দোয়া মাসুরা কখন পড়বেন?

দোয়া মাসুরা কখন পড়বেন?

নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরা পড়তে হয়। তাশাহ্হুদের পর দরুদ পড়া এবং এরপর দোয়া মাসুরা পড়া সুন্নত। দোয়া মাসুরা শেষে সালাম ফেরাতে হয়। এখানে পড়ার জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই। বরং একটি মাসনুন দোয়া পড়লেই হয়। এমনকি একাধিক দোয়াও পড়া যায়। হাদিস শরিফে এসেছে, ‘অতঃপর (দরুদ পাঠের পর) যে দোয়া ইচ্ছে, সেটা পড়বে।’ (সহিহ মুসলিম, হাদিস : ৪০২) দোয়া মাসুরার এক্ষেত্রে বেশি প্রসিদ্ধ হলো- ‘আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি…’ এই দোয়াটি। ফলে অনেকেই মনে করেন দোয়া মাসুরা বলতে শুধু এটিই। এটি ছাড়া অন্য কোনো দোয়া পড়লে হবে না। আসলে বিষয়টি এমন…

বিস্তারিত

যে দোয়া পড়লে সারাদিন হেফাজতে থাকবেন

যে দোয়া পড়লে সারাদিন হেফাজতে থাকবেন

মুসলিমের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। প্রতি মুহূর্তই নেক আমল ও সওয়াবের উপযুক্ত। কারণ, ইসলামী নিয়ম অনুসারে জীবন যাপন করলে, প্রতিটি কর্মে সওয়াব ও পুণ্য। তাই কোনো সময়ই নষ্ট করা উচিত নয়। বিভিন্ন আমল ও জিকির-আজকারে নিজের জীবন ঋদ্ধ রাখা চাই। দিন-রাতের বিভিন্ন সময়ে বহু দোয়া ও জিকির সম্পর্কে হাদিসে অজস্র বর্ণনা রয়েছে। ফজরের পর অনেকগুলো দোয়ার কথাও হাদিসে রয়েছে। আবার এই দোয়াটি কিন্তু মাগরিবের নামাজের পরও পড়া যায়। এতে একই রকম সওয়াব ও ফজিলত লাভ হয়। দোয়াটি সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করছি— যে দোয়ায় গুনাহ মাফ ও শয়তান থেকে রক্ষা এক…

বিস্তারিত

কলাপাড়ায় রিপোর্টার্স ইউনিটির সদস্য মো.আসলাম সিকদার- এর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত ॥

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি,০৭সেপ্টেম্বর।। কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সদস্য মো.আসলাম শিকদার এর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রিপোর্টার্স ইউনিটির মিলানায়তনে এ দোয়া মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি কবির তালুকদার, সহ-সভাপতি মিলন সরকার, সাধারণ সম্পাদক জাহিদ রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক  সোলামান পিন্টু, অর্থ সম্পাদক উত্তম কুমার হাওলাদার, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সদস্য রাসেল কবির মুরাদ, প্রচার সম্পাদক  মো.ইমরান ফরাজী, সদস্য মো.ফরিদ উদ্দিন বিপু, দৈনিক বরিশালের আলো কলাপাড়া প্রতিনিধি রেহান উদ্দিন রেহান। দোয়া মোনাজাত পরিচালনা করেন দৈনিক কলমে কন্ঠ কলাপাড়া প্রতিনিধি মো. ফোরকানুল ইসলাম।

বিস্তারিত