চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক পান ব্যবসায়ীকে গুলি করে হত্যা

মামুন মোল্লা,চুয়াডাঙ্গা প্রতিনিধি (২২-০৬-১৯) 
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সবুর আলী নামে এক পান ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে উপজেলার হারদী গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত সবুর আলী হারদী গ্রামের পলান আলী মন্ডলের ছেলে। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, নিহত সবুর গরু মোটাতাজাকরন  ও আলমডাঙ্গা পান বাজারে ব্যবসা করতেন। রাতে বার বার উঠে গরু দেখভাল করতেন তিনি। গভীর রাতে ঘরে প্রবেশ করে ঘুমন্ত সবুর আলীকে গুলি করে একদল দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
আলমডাঙ্গা থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুন্সি আসাদুজ্জামান জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।

আপনি আরও পড়তে পারেন