মধুপুরে মাস্ক না পড়ায় ১৫ জনকে ১০৯০০ টাকা জরিমানা

মধুপুরে মাস্ক না পড়ায় ১৫ জনকে ১০৯০০ টাকা জরিমানা

মোঃ আল-আমিন শেখ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-


কোভিড-১৯ এর ভয়াবহ পরিস্থিতিতে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় মাস্কবিহীন রাস্তায় বের হওয়ায় ও অযথা ঘুরে বেড়ানোয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

গতকাল বুধবার (২৫ শে নভেম্বর) মধুপুর বাসস্ট্যান্ড ও আনারস চত্ত্বর এলাকায় সরকারি আদেশ অমান্য করে মাস্ক পরিধান ব্যতীত বাইরে বের হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আর এসময় ১৫ জনকে মোট ১০৯০০ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেছেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা এবং মধুপুরের সহকারী কমিশনার (ভূমি) এম এ করিম।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা বলেন, “কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পড়া নিশ্চিত করতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। করোনার ঝুঁকি এড়াতে এবং জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 
উল্লেখ্য যে, মোবাইল কোর্ট পরিচালনা করার সময় মধুপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের মাঝে মাস্কও বিতরণ করা হয়।

আপনি আরও পড়তে পারেন