আনোয়ারায় অনুমোদনহীন বেকারিকে ভ্রাম্যমান আদালতের ৩০ হাজার টাকা জরিমানা

আনোয়ারায় অনুমোদনহীন বেকারিকে ভ্রাম্যমান আদালতের ৩০ হাজার টাকা জরিমানা

আরমান হোসেন, আনোয়ারা সংবাদদাতা


আনোয়ারায় অনুমোদন ব্যতীত চিপস, চানাচুর ইত্যাদি তৈরি ও বাজারজাতকরন করায় উপজেলা বারখাইন ইউনিয়নের পশ্চিম শোলকাটার খাজা আইমণি ফুড এন্ড বেভারেজ (শিফা) বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 
সোমবার (৭ ডিসেম্বর) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।


এই বিষয়ে আনোয়ারা থানার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন, আজ বিকালে উপজেলার পশ্চিম শোলকাটার খাজা আইমণি ফুড এন্ড বেভারেজ (শিফা) তে অভিযান পরিচালনা করা হলে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসব অবৈধ কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আপনি আরও পড়তে পারেন